
১. ইনজেকশন (Injection): ইনজেকশন নিলে রোযা ভাঙবে না।
[ফাতওয়া শামী]
২. ইনহেলার (Inhaler): শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটি ওষুধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়, এভাবে মুখের ভিতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙ্গে যাবে।
[জাদিদ ফিকহি মাসায়েল,ইমদাদুল ফাতওয়া]
৩. এনজিও গ্রাম (Angio Gram): হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া দিয়ে কেটে বিশেষ রগের ভিতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিও গ্রাম। এ যন্ত্রটিতে যদি কোন ধরনের ঔষধ লাগানো থাকে তারপরেও রোজা ভাঙ্গবে না।
[ইসলাম ও আধুনিক চিকিৎসা]
৪. এন্ডোস কপি (Endos Copy): চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটি পাকস্থলিতে ঢুকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এ নলে যদি কোন ঔষধ ব্যবহার করা হয় বা পাইপের ভিতর দিয়ে পানি/ঔষধ ছিটানো হয়ে থাকে তাহলে রোজা ভেঙ্গে যাবে, আর যদি কোন ঔষধ লাগানো না থাকে তাহলে রোযা ভাঙ্গবে না।
[জাদীদ ফিকহী মাসায়েল]
৫. নাইট্রোগ্লিসারিন (Nitro Glycerin): এরোসল জাতীয় ঔষধ, যা হার্টের রোগীরা দুই-তিন ফোঁটা জিহ্বার নীচে দিয়ে মুখ বন্ধ করে রাখে অতঃপর ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায়।
এই ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভবনা রয়েছে। অতএব,এতে রোজা ভেঙ্গে যাবে।
[জাদীদ ফিকহী মাসায়েল]
৬. লেপারোস কপি (Laparoscopy): শিক্ জাতীয় একটি যন্ত্র; যা পেট ছিদ্র করে পেটের ভিতরের কোন অংশ বা গোশত ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসার জন্য ব্যবহৃত হয়। এতে যদি ঔষধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙ্গে যাবে অন্যথায় রোযা ভাঙ্গবে না।
[ মাকালাতুল ফিকহীয়া]
৭. অক্সিজেন (Oxygen): রোজা অবস্থায় ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে। তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোযা ভাঙ্গবে না।
[জাদীদ ফিকহী মাসায়েল]
৮. মস্তিস্ক অপারেশন (Brain Operation): রোজা অবস্থায় মস্তিস্ক অপারেশন করে ঔষধ ব্যবহার করা হোক বা না হোক রোজা ভাঙ্গবে না।
[মাকালাতুল ফিকহীয়াহ]
৯. রক্ত নেয়া বা দেয়া : রোযা অবস্থায় রক্ত দিলে রোযা ভাঙ্গে না। তাই টেস্ট বা পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোযা রাখা কষ্টকর হয়ে যাবে। তাই দুর্বল লোকদের জন্য রোযা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেওয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোযা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোযা রাখা তার জন্য কষ্টকর হবে না সে রক্ত দিতে পারবে। এতে কোন অসুবিধা নেই।
[আলবাহরুর রায়েক]
১০. সিস্টোসকপি (cystoscopy): প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয় এর দ্বারা রোজা ভাঙ্গবে না।
[হেদায়া]
১১. প্রক্টোসকপি (proctoscopy): পাইলস, পিসার, অর্শ, হারিশ, বুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোসকপ বলে। মলদ্বার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সে জন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোন পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভিতরে প্রবেশ করে না। চিকিৎসকদের মতানুসারে ঐ পিচ্ছিল বস্তুটি নলের সাথে মিশে থাকে এবং নলের সাথেই বেরিয়ে আসে, ভেতরে থাকে না। আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে। যদিও শরীর তা চোষে না কিন্তু ঐ বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙ্গে যাবে।
[ফাতওয়া শামী]
১২. কপার-টি (Coper-T): কপার-টি বলা হয়, যোনিদ্বারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে বীর্য জরায়ুতে পৌঁছাতে না পারে। এ কপার-টি লাগিয়েও সহবাস করলে রোযা ভেঙ্গে যাবে। কাযা কাফফারা উভয়টাই ওয়াজিব হবে।
[ফাতওয়া শামী]
১৩. সিরোদকার অপারেশন(Shirodkar Operation): সিরোদকার অপারেশন হল, অকাল গর্ভপাত হওয়ার আশংকা থাকলে জরায়ুর মুখের চতুষ্পার্শ্বে সেলাই করে মুখকে খিচিয়ে রাখা। এতে অকাল গর্ভপাত রোধ হয়।যেহেতু এতে কোন ঔষধ বা বস্তু রোযা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য স্থানে পৌঁছে না তাই এর দ্বারা রোযা ভাঙ্গবে না।
[ফাতওয়া শামী]
১৪. ডি এন্ড সি (Dilatation and Curettage): ডি এন্ড সি হল, আট থেকে দশ সপ্তাহের মধ্য Dilator এর মাধ্যমে জীবত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা। এতে রোযা ভেঙ্গে যাবে। অযথা এমন করলে কাযা কাফফারা উভয়টি দিতে হবে এবং তওবা করতে হবে।
[হেদায়া]
১৫. এম.আর (M.R): এম, আর হল, গর্ভ ধারণের পাঁচ থেকে আঁট সপ্তাহের মধ্যে যোনিদ্বার দিয়ে জরায়ুতে এম,আর সিরিঞ্জ প্রবেশ করিয়ে জীবত কিংবা মৃত ভ্রণ নিয়ে আসা। যারপর ঋতুস্রাব পুনরায় হয়। এতে মাসিক শুরু হওয়ার কারণে রোযা ভেঙ্গে যাবে এবং কাযা করতে হবে। কিন্তু যদি রাতের বেলা করা হয় তাহলে দিনের রোজা কাযা করতে হবে না।
[ফতহুল কাদীর]
১৬. আলট্রাসনোগ্রাম(Ultrasongram): আলট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবই চামড়ার উপরে থাকে, তাই আলট্রাসনোগ্রাম করলে রোযা ভাঙ্গবে না।
[হেদায়া]
১৭. স্যালাইন (Saline): স্যালাইন নেয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়, তাই স্যালাইন নিলে রোজা ভাঙ্গবে না, তবে রোজার কষ্ট লাঘবের জন্য স্যালাইন নেয়া মাকরূহ।
[ফতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ]
১৮. টিকা নেয়া (Vaccine) : টিকা নিলে রোজা ভাঙ্গবে না। কারণ, টিকা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না।
[আপকে মাসায়েল]
১৯. ঢুস লাগানো (Douche): ঢুস মলদ্বারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে, তাই ঢুস নিলে রোজা ভেঙ্গে যাবে। ঢুস যে জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে এ জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য স্থান।
[ফাতওয়া শামী]
২০. ইনসুলিন গ্রহণ করা (Insulin): ইনসুলিন নিলে রোজা ভাঙ্গবে না। কারণ, ইনসুলিন রোযা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না ।
[জাদীদ ফিকহী মাসায়েল]
২১. দাঁত তোলা: রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েয আছে। তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরূহ। ঔষধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশী অথবা সমপরিমান রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে।
[আহসানুল ফতওয়া]
২২. পেস্ট, টুথ পাউডার ব্যবহার করা : রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরূহ। কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙ্গে যাবে।
[জাদীদ ফিকহী মাসায়েল]
২৩. মিসওয়াক করা : শুকনা বা কাঁচা মিসওয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোন ক্ষতি হয় না। চাই যখনই মিসওয়াক করা হোক না কেন।
[ফাতওয়া শামী]
২৪. মুখে ঔষধ ব্যবহার করা : মুখে ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ঔষধের অংশ বিশেষ গলায় প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে। গলায় প্রবেশ না করলে রোজা ভাঙ্গবে না।
[ফাতওয়া শামী]
২৫. রক্ত পরীক্ষার জন্য রক্ত দেয়া: রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে রোযার কোন ক্ষতি হবে না। তবে খুব বেশী পরিমাণে রক্ত দেয়া যার দ্বারা শরীরে দুর্বলতা আসে, তা মাকরূহ।
[ফাতওয়া শামী]
২৬. ডায়াবেটিসের সুগার মাপা: ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুচ ঢুকিয়ে যে একফোটা রক্ত নেয়া হয়, এতে রোযার কোন ক্ষতি হবে না।
[ফাতওয়া শামী]
২৭. নাকে ঔষধ দেয়া : নাকে পানি বা ঔষধ দিলে যদি তা খাদ্য নালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙ্গে যাবে এবং কাযা করতে হবে।
[ফাতওয়া শামী]
২৮. চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করা : চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙ্গবে না। যদিও এগুলোর স্বাদ গলায় অনুভব হয়।
[হেদায়া]
২৯. কানে ঔষধ প্রদান করা : কানে ঔষধ, তেল ইত্যাদি ঢুকালে রোযা ভাঙবে না। এমনিভাবে গোসল করার সময় পানি কানে ঢুকলেও রোযা ভঙ্গ হবে না।
[মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী,১০তম সংখ্যা,আল-মাওসূআতুত তিব্বিয়া আল-ফিকহিয়্যাহ]
৩০. নকল দাঁত মুখে রাখা: রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোন ক্ষতি হয় না।
[ইমদাদুল ফতওয়া]
(আল্লাহ আমাদের উপকৃত হবার তৌফিক দিন।)
#madrasah#qawmimadrasa#Qawmi#balipara#DarulUloom#darululoomdeoband#Darul#Hafiz#ramadan2025#donatenow#QuranHafiz#quranlearning#quranmajeed#দারুল#উলূম#বালিপাড়া#কওমী#মাদ্রাসা#madrasah#qawmimadrasa#Qawmi#balipara#DarulUloom#darululoomdeoband#Darul#Hafiz#DonateNow#QuranHafiz#quranlearning#quranmajeed
-
আলহামদুলিল্লাহ। কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সদর দফতরে ১৪৪৫-৪৬ হি. শিক্ষাবর্ষের সকল বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।
নূরানী বিভাগের ফলাফলশ্রেণীঃ ১ম নূরাণী | শ্রেনীঃ ২য় নূরাণী | শ্রেনীঃ ৩য় নূরাণী হিফজ বিভাগের ফলাফলহিফজ বিভাগ (৫ পারা ) | হিফজ বিভাগ (১০ পারা ) | হিফজ বিভাগ (২০ পারা ) | হিফজ বিভাগ (৩০ পারা ) বালক শাখার কিতাব বিভাগের গাইরে বেফাক জামাতসমূহের ফলাফলজামাতঃ ইবতেদায়ী | জামাত: হেদায়াতুন্নাহু | জামাত : জালালাইন |…
-
যাকাতের গুরুত্ব ও কয়েকটি জরুরি মাসআলা
বয়ানঃ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী দা.বা. সংকলনে: মুফতী মুহাম্মদ আব্দুল মালেকপ্রধান, ফতওয়া বিভাগ, ও মুহাদ্দিসজামি‘আ মুহাম্মাদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকা ✅ আমাদের যাকাত ক্যালকুলেটর ব্যবহার করুন 👉 https://bit.ly/3Dx64Ns সফল মুমিনের তৃতীয় গুণ যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন- وَالَّذِيْنَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُوْنَঅর্থ: সফল মুমিন তারা, যারা যাকাত আদায় করে। ✅যাকাতের গুরুত্বএখানে উক্ত…
-
২০ রাকাত তারাবির নামাজের পক্ষে ১৩টা সহীহ হাদিস। সবগুলো হাদিসের সনদ সহকারে উল্লেখ করা হয়েছে ।
🌹(١)حدثنا علي أنا ابن ابي ذئب ،عن يزيد بنخصيفه ،اغاني عن السائب بن يزيد( رضي الله عنه) قال: كانوا يقومون على عهد عمر في شهر رمضان بعشرين ركعة –(মুসনাদে ইবনে জাদ হাদিস নং ২৮২৫ ) 🌹(٢) عبد الرزاق،عن اﻷسلامي، عنالحارث بن عبد الرحمن بن أبي ذباب،عن السائب بن يزيد(رضي الله عنه) قال: كنا ننصرف من…
-
জরুরী_নিয়োগ_বিজ্ঞপ্তি
#madrasah #qawmimadrasa #Qawmi #balipara #darululoomdeoband #Darul #Hafiz #ramadan2025 #donatenow #QuranHafiz #quranlearning #quranmajeed #দারুল #উলূম #বালিপাড়া #কওমী #মাদ্রাসা #madrasah #qawmimadrasa #Qawmi #balipara #DarulUloom #Hafiz #DonateNow #QuranHafiz #quranlearning #quranmajeed #বিজ্ঞপ্তি #জরুরীনিয়োগ