Marquee 📢🔴❗৪৭তম বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় দারুল উলূম বালিপাড়া কওমী মাদরাসার বালক/বালিকা শাখার ফলাফল।❗🔴❗ ১৪৪৪-৪৫ হি. = ২০২৩-২৪ ঈ. সনের কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত নূরানী, হিফজ ও বালক- বালিকা শাখার কিতাব বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ❗🔴❗ বিগত ১৩ বছরের বেফাক পরীক্ষার ফলাফলের এক নজর ❗🔴❗ আসণ্ণ পবিএ মাহে রমজাণ উপলক্ষে নূরানী মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কর্মশালা ২৬ শাবান রমজান থেকে রমজান ১৪৪৪ হি. পর্যন্ত (মুয়াল্লিম) ❗🔴❗ ১৪৪৫-৪৬ হি. = ২০২৪-২৫ ঈ.শিক্ষাবর্ষের বালিপাড়া কওমী মাদ্রাসা ও তার শাখা প্রতিষ্ঠানসমূহের নতুন ও পুরাতন ছাএ / ছাএীদের ভর্তি ভর্তি চলছে ❗🔴❗ হাফেজ ছাত্রদের জন্য সু-খবর ❗🔴❗

মুহতামিম বাণী


বিসমিল্লাহির রাহমানির রাহিম

মুহতামিম সাহেবের বাণী

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামীন। সৃষ্টি করেছেন মানুষ। শিক্ষা দিয়েছেন কোরআন। অসংখ্য, অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আধার ঘেরা মরুর বুকে আলোর প্রদীপ হাতে নিয়ে জাহেলিয়াতের অমানিষার বিলুপ্তি সাধন করে হেদায়েতের রশ্মির মাধ্যমে গোটা বিশ্ব জগতকে করেছেন আলোকময়।

দারুল উলূম বালিপাড়া কওমি মাদরাসা একটি ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান। পিরোজপুর জেলার অন্তর্গত ইন্দুরকানী থানাধীন বালিপাড়া ইউনিয়নে অবস্থিত। ১৯৯৮ ঈ. সনে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যাবধি প্রায় ২৫ বছর যাবৎ এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির দীনী খেদমত আঞ্জাম দিয়ে আসছে। অত্র প্রতিষ্ঠান ছাড়া বালিপাড়া ও পিরোজপুর সদরে আরো দু‘টি বালিকা শাখা রয়েছে। আলহামদুলিল্লাহ, মাদরাসাটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাদানের পাশাপাশি আরো বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে – কওমি আদর্শ প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প, বিশুদ্ধ পানি সরবরাহ, গণকবরস্থান, সাধারণ মেহমানখানা, শামস্ পাঠাগার (পাবলিক লাইব্রেরী), হজ প্রশিক্ষণ কর্মশালা, বয়স্ক ও বয়স্কা নূরাণী কোরআন শিক্ষা প্রকল্প, মুআল্লিম ও মুআল্লিমা (শিক্ষক/শিক্ষিকা) প্রশিক্ষণ কর্মশালা, আল-মাদানী চিকিৎসা প্রকল্প, তাবলীগ ইত্যাদি ধর্মীয় ও সামাজিক কাজের আঞ্জাম দিয়ে আসছে।

শিক্ষার্থীর ভারসাম্যপূর্ণ প্রতিভা বিকাশে অহির শিক্ষাই শ্রেষ্ঠতম পদ্ধতি। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগের মাধ্যমে বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জের মোকাবেলায় এ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনায় এ ওয়েবসাইটটির আত্মপ্রকাশ।

আপনাদের খেদমতে দোআর আবেদন যেন আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠান ও তার বহুমুখী খেদমতকে কবুল করেন এবং যাঁরা দারুল উলূম বালিপাড়া কওমি মাদরাসা প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন রব্বে কারীমের দরবারে তাঁদের জন্য মাগফেরাতের কামনা করছি এবং সেই সাথে মাদরাসার মজলিশে শুরা, আমেলা ও শিক্ষা উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও মাদরাসার শুভানুধ্যায়ীদের জন্য দোআ করি যাঁরা অহর্নিশি মাদরাসার কল্যাণে অশ্রæসিক্ত নয়ণে আমাদেরকে দোআয় শামিল রেখেছেন।

দারুল উলুম বালিপাড়া কওমি মাদরাসা শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কৃতিত্বের স্বাক্ষর রাখবে – এ প্রত্যয় ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি।

মাওলানা শামসুল হক
মুহতামিম, দারুল উলূম বালিপাড়া কওমি মাদরাসা
বালিপাড়া, ইন্দুরকানী, পিরোজপুর।

সংবাদ /নোটিশ

যোগাযোগের ঠিকানা

বালিপাড়া ইন্দুরকানী পিরোজপুর

সামাজিক মাধ্যম

© সমস্ত অধিকার সংরক্ষিত দারুল উলূম বালিপাড়া কওমী মাদ্রাসা | শনিবার | ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | বর্ষাকাল | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫৫